ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ

ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ। আগামী ৩ অক্টোবর তিনি প্রধান বিচারপতি পদে শপথ নেবেন। তাঁর মেয়াদ ২০১৯ সালের ১৭ নভেম্বর পর্যন্ত। বিচারপতি রঞ্জন গগৈয়ের বাড়ি আসামে। এর আগে উত্তর পূর্বাঞ্চল থেকে কেউ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র অবসর নেবেন ২ অক্টোবর। পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কারণ, যে চার শীর্ষ বিচারক গত জানুয়ারি মাসে সংবাদ সম্মেলন করে প্রধান বিচারপতির কাজকর্মের সমালোচনা করেছিলেন, বিচারপতি গগৈ ছিলেন তাঁদের অন্যতম। এর আগে কখনো সুপ্রিম কোর্টের বিচারপতিদের কেউ প্রকাশ্যে প্রধান বিচারপতির কাজের সমালোচনা করেননি। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেননি। প্রশ্ন ওঠার আরও কারণ, প্রধান বিচারপতি দীপক মিশ্রর পর বিচারপতি গগৈ দ্বিতীয় শীর্ষ বিচারক হলেও অতীতে দেখা গেছে জ্যেষ্ঠতা উপেক্ষা করে জুনিয়রদের প্রধান বিচারপতি করা হয়েছে। এ ক্ষেত্রে অবশ্য দেখা গেল প্রধান বিচারপতি দীপক মিশ্র তাঁর উত্তরসুরি হিসেবে বিচারপতি গগৈয়ের নামই প্রস্তাব করেছেন। নিয়োগপত্রে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসেই চলছে আসাম নাগরিকপঞ্জী সম্পর্কিত মামলা। তাঁর নির্দেশেই চলছে নাগরিকপঞ্জী তৈরির কাজ। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরির কাজ শেষ করার নির্দেশ তাঁরই দেওয়া।
আসামের গুয়াহাটি হাইকোর্টে ১৯৭৮ সালে আইনজীবী হিসেবে বিচারপতি গগৈয়ের কাজ শুরু। পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এক বছর কাজ করার পর তাঁকে সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় ২০১২ সালে।