মাটি খুঁড়তে গিয়ে হীরা পেলেন বর্গা চাষি

কৃষকের হাতে হীরা। ছবি: এবিপি নিউজের সৌজন্যে।
কৃষকের হাতে হীরা। ছবি: এবিপি নিউজের সৌজন্যে।

কপাল ভালো হলে মাটি খুঁড়ে হীরা মেলে! ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার প্রকাশ কুমার শর্মার কপাল এমনই। তিনি পেশায় চাষি। অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন। গত শুক্রবার জমির মাটি খুঁড়তে গিয়ে পেয়ে গেছেন এক টুকরা হীরা। ১২ দশমিক ৫৮ ক্যারেটের ওই হীরার দাম ৫০ লাখ রুপি।

নিউজ ১৮-এর খবরে বলা হয়, মধ্যপ্রদেশের ওই এলাকায় অবশ্য হীরার খনি আছে বলে পরিচিতি পেয়েছে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, হীরাটি পরীক্ষা করে দেখা হয়েছে। সেটি ১২ দশমিক ৫৮ ক্যারেটের। মাটির নিচে থাকলেও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে সেটি। সান্তোষ কুমার নামের ওই কর্মকর্তা বলেছেন, পান্না জেলা থেকে ২৫ কিলোমিটার দূরে সারকোহা গ্রামে কেদার নাথ রায়করের জমিতে ওই হীরা পাওয়া যায়। ওই জমি বর্গা নিয়েছিলেন প্রকাশ কুমার।

গত শুক্রবার ওই হীরা সরকারি কোষাগারে জমা দেন তিনি। এর দাম ৫০ লাখ রুপি হতে পারে। এটি নিলামে তোলা হতে পারে। এ হীরা থেকে সরকারি ফি ও ট্যাক্স কেটে নেওয়ার পর বাকি অর্থ প্রকাশ কুমার পাবেন।

ওই পান্না জেলার খনিতে ১২ লাখ ক্যারট হীরা রয়েছে বলে ধারণা করা হয়।