দক্ষিণ চীনে টাইফুন ম্যাংখুতের আঘাত, ২ জনের মৃত্যু

শক্তিশালী টাইফুন ম্যাংখুত ফিলিপাইনের পর দক্ষিণ চীনে আঘাত হেনেছে। ছবি: রয়টার্স
শক্তিশালী টাইফুন ম্যাংখুত ফিলিপাইনের পর দক্ষিণ চীনে আঘাত হেনেছে। ছবি: রয়টার্স

শক্তিশালী টাইফুন ‘ম্যাংখুত’ ফিলিপাইনে বিধ্বংসী তাণ্ডব চালানোর পর এবার দক্ষিণ চীনে আঘাত হেনেছে। ঝড়ের আঘাতে চীনের গুয়াংদং প্রদেশে দুজন মারা গেছে। ২৫ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ম্যাংখুত দক্ষিণ চীনে আঘাত হানার পর দুজনের মৃত্যু হয়েছে। গুয়াংদং ও হাইনান দ্বীপ থেকে ২৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ম্যাংখুত টাইফুনকে গত কয়েক দশকে এ অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়ের একটি বলা হচ্ছে। প্রথমে এটিকে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছিল। স্থলভাগে আঘাত হানার সময়ে ঝড়টি কিছুটা শক্তি হারায়।

এর আগে স্থানীয় সময় গত শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিট) ঝড়টি ফিলিপাইনের উত্তর-পূর্বের প্রধান দ্বীপ ল্যজনের বাগাওতে আঘাত হানে। ২০ ঘণ্টা ধরে চলা ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এক লাখের বেশি মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছিল। যোগাযোগব্যবস্থা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়টি পরে দক্ষিণ চীনের দিকে এগোতে থাকে।

হংকংয়ে ঝড়ে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ দিনের শেষে ঝড়টি চীনের গুইঝও, চংকিং ও ইয়াননান অঞ্চলে আঘাত হানতে পারে।

কাল মঙ্গলবারের মধ্যে ম্যাংখুত দুর্বল হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।