দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন উত্তর কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ও তাঁর স্ত্রীকে পিয়ংইয়ং বিমানবন্দরের রানওয়েতে উষ্ণ অভ্যর্থনা জানান কিম জং-উন ও তাঁর স্ত্রী। ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ও তাঁর স্ত্রীকে পিয়ংইয়ং বিমানবন্দরের রানওয়েতে উষ্ণ অভ্যর্থনা জানান কিম জং-উন ও তাঁর স্ত্রী। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন সস্ত্রীক উত্তর কোরিয়া গেছেন। তিন দিনের সফরে তাঁরা আজ মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পৌঁছান। 

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থবির পারমাণবিক আলোচনাকে এগিয়ে নিতে মুন উত্তর কোরিয়া গেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পিয়ংইয়ংয়ে বৈঠক করবেন। দুই নেতার আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব পাবে।

পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া সবাইকে চমকে দিয়ে আলোচনার টেবিলে আসে। এর মধ্যে দেশটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গে বৈঠক করেছে। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় একধরনের স্থবিরতা দেখা দিয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

আজ মুন ও তাঁর স্ত্রী উত্তর কোরিয়া পৌঁছালে পিয়ংইয়ং বিমানবন্দরের রানওয়েতে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান কিম জং-উন ও তাঁর স্ত্রী রি সোল-জু।

গত এক দশকের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো নেতা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে গেলেন। গত এপ্রিলে কোরীয় সীমান্তে মুন ও কিমের ঐতিহাসিক বৈঠকের পর দুই নেতার মধ্যে এখন তৃতীয় বৈঠক হচ্ছে।