ফিলিপাইনে ভূমিধসে নিহত ২, বাড়িঘর বিধ্বস্ত

ফিলিপাইনে মধ্যাঞ্চলে ভূমিধসে অন্তত ২ জন নিহত হয়েছে। ছবি: রয়টার্স
ফিলিপাইনে মধ্যাঞ্চলে ভূমিধসে অন্তত ২ জন নিহত হয়েছে। ছবি: রয়টার্স

ফিলিপাইনে ভূমিধসে অন্তত দুজন মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের তিনান গ্রামের সেবু দ্বীপে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, প্রবল বৃষ্টিপাতে গ্রামীণ কৃষি অঞ্চলটিতে ওই ভূমিধস হয়।

ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে ১০ থেকে ১৫টি বাড়ি।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা নেইল বালাবা বার্তা সংস্থা এএফপিকে জানান, ভূমিধসে দুজন নিহত হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি জানান, উদ্ধারকারীরা জানিয়েছেন, ভূমিধসে অন্তত ১০ থেকে ১৫টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

এর আগে গত শুক্রবার রাতে শক্তিশালী টাইফুন ম্যাংখুতের আঘাতে লন্ডভন্ড হয় ফিলিপাইনের উত্তর-পূর্বের প্রধান দ্বীপাঞ্চল। ঝড়টি ফিলিপাইনের প্রধান দ্বীপ ল্যজনের বাগাওতে আঘাত হানে। ২০ ঘণ্টা ধরে চলা ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ২০ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের বেশির ভাগই পাহাড়ি এলাকায় ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছে। এক লাখের বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোয় আশ্রয় নিয়েছিল। যোগাযোগব্যবস্থা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।