অস্ট্রেলিয়ায় পর্যটন কেন্দ্রে হাঙরের হামলা

অস্ট্রেলিয়ার একটি পর্যটন কেন্দ্রে হাঙরের হামলায় এক কিশোরী আহত হয়েছে। ওই কিশোরী তার পায়ে গুরুতর আঘাত পেয়েছে। কুইন্সল্যান্ড রাজ্যের হোয়াইটসানডে দ্বীপপুঞ্জে হাঙরের হামলায় কিশোরীসহ দুজন আহত হয়। ২৪ ঘণ্টার মধ্যে সেখানে এটি দ্বিতীয় হামলার ঘটনা।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ওই কিশোরী (১২) তার বাবা ও বোনের সঙ্গে ওই পর্যটন কেন্দ্রে ছিল। হাঙরটি হামলা করার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে এয়ার লিফটে করে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে বুধবার তাসমানিয়া রাজ্য থেকে আসা জাস্টিন বারউইক (৪৬) নামে এক নারী ওই পর্যটন কেন্দ্রে সাঁতার কাটার সময় হাঙরের হামলার শিকার হন। এ সময় পাশের নৌকায় থাকা এক চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকেও এয়ার লিফটে করে হাসপাতালে পাঠানো হয়। পায়ে ও ঘাড়ে আঘাত নিয়ে তিনি চিকিৎসাধীন।

ওই ঘটনার পর কর্তৃপক্ষ সেখানে ড্রাম লাইন স্থাপনসহ হাঙর নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ান শার্ক অ্যাটাক ফাইল–এর তথ্য অনুসারে, চলতি বছর দেশটিতে হাঙরের হামলায় একজন নিহত ও ১৪ জন আহতের ঘটনা ঘটেছে।