যুক্তরাষ্ট্র সাদ্দামের পরিণতি ভোগ করবে: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন। গতকাল শনিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র সাবেক ইরাকি নেতা সাদ্দাম হোসেনের পরিণাম ভোগ করবে। ইরানের সঙ্গে সংঘর্ষ বাধলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হবে। খবর রয়টার্স।

রুহানি আরও বলেন, ইরান অস্ত্র সংবরণ করবে না। এসব অস্ত্রের ভেতর ‘যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলা’ ক্ষেপণাস্ত্রগুলোও আছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ঐতিহাসিক বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আবার বলবৎ করার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

‘ট্রাম্পের একই অবস্থা হবে। আমেরিকা সাদ্দাম হোসেনের ভাগ্য বরণ করবে,’ রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেন।

রুহানি এমন সময়ে এই হুঁশিয়ারি দিলেন, যখন ইরান ১৯৮০-৮৮ ইরান-ইরাক যুদ্ধ শুরুর বার্ষিকী উদ্‌যাপনে সামরিক মহড়ার আয়োজন করেছিল।

ইরান সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইঙ্গিত দিয়েছে, মার্কিন অবরোধের পাল্টা হিসেবে অন্য দেশগুলোর তেল রপ্তানি বন্ধে সে উপসাগরীয় এলাকায় সামরিক ব্যবস্থা নিতে পারে।

ওয়াশিংটন তেল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্য উপসাগরে রণতরি মোতায়েন রেখেছে।