ডুবে যাওয়া ট্রলারের ১৫ বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গে উদ্ধার

বাংলাদেশের একটি মাছ ধরার ট্রলার পশ্চিমবঙ্গের সমুদ্রসীমানায় ডুবে গেলে ১৫ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেন স্থানীয় মৎস্যজীবীরা। বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে গিয়েছিল।

উদ্ধার হওয়া মৎস্যজীবীদের গতকাল শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা থানায় নিয়ে আসা হয়েছে।

থানা সূত্রে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে মৎস্যজীবীরা ভাসতে ভাসতে পাথর প্রতিমা থানার সীতারামপুর এলাকার সমুদ্রসীমানায় এসে পড়েন। সেখান থেকে স্থানীয় মৎস্যজীবীরা আরেকটি ট্রলার নিয়ে ছুটে গিয়ে ১৫ মৎস্যজীবীকে উদ্ধার করেন। গতকাল তাঁদের নিয়ে আসা হয় পাথর প্রতিমা থানায়। তাঁদের আটক করা হলেও কোনো মামলা করা হয়নি। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া মৎস্যজীবীদের বাড়ি বাংলাদেশের বরগুনা জেলার মহিপুর এলাকায়। তাঁরা মহাজন জাকির হোসেনের ‘এফবি জাহানারা’ ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে থাকা একজন নিখোঁজ রয়েছেন।