সীমান্তের কাছ থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার করা অস্ত্র। ছবি: প্রথম আলো
বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার করা অস্ত্র। ছবি: প্রথম আলো

বাংলাদেশ সীমান্তের কাছ থেকে দুটি পিস্তল ও বেশ কিছু তাজা কার্তুজ উদ্ধার করেছে ত্রিপুরার পুলিশ। এ সময় তিন যুবককে আটক করা হয়। পুলিশের দাবি, ওই অস্ত্র বাংলাদেশে পাচার করা হচ্ছিল। আটক করা ব্যক্তিরা পাচারকারী দলের সদস্য।

বাংলাদেশের চট্টগ্রাম জেলা রামগড় সীমান্তের কাছে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে আন্তর্জাতিক স্থলবন্দর থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্র বলছে, গতকাল রোববার গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের কাছে একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ।

পুলিশ দুটি নাইন এমএম পিস্তল, ৭টি কার্তুজ, ৩টি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। একজন পালিয়ে যান। তাঁদের জেরা করে আরও একজনকে আটক করে পুলিশ।

দক্ষিণ ত্রিপুরার জেলা পুলিশ সুপার জৈল সিং মীনা বলেন, অস্ত্রগুলো বাংলাদেশে পাচার করাই ছিল দুষ্কৃতকারীদের উদ্দেশ্য। এর পেছনে বড় কোনো চক্র আছে কি না তা, খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখন আটক ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করা হচ্ছে না।