টিভিতে খবর পড়ে ইতিহাস গড়লেন সৌদি নারী

উইম আল দাখিল। ছবি: এএফপি
উইম আল দাখিল। ছবি: এএফপি

সরকারি টেলিভিশন চ্যানেলে সন্ধ্যার নিউজ বুলেটিন পড়ে সৌদি আরবের ইতিহাসে নাম লেখালেন উইম আল দাখিল নামের এক নারী। গত রোববার সন্ধ্যায় সরকারি টিভি চ্যানেল সৌদি টিভি ওয়ান-এ সবাইকে চমকে দিয়ে ওমর আল নাশওয়ানের সঙ্গে খবর পড়েন উইম আল দাখিল। সৌদি টিভিও গর্বের সঙ্গে উইম আল দাখিলের নিয়োগের কথা টুইট করে জানিয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি টিভির টুইটে বলা হয়, ২০১৬ সালে সকালের খবর পড়তেন জুমানাহ আল শামী। তিনি ছিলেন প্রথম উপস্থাপিকা। এবারে সন্ধ্যার মূল খবর পড়ে ইতিহাস গড়লেন আরেক নারী।

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের হাত ধরে নারীদের একের পর এক যুগান্তকারী পদক্ষেপ শুরু হয়েছে। তাঁর ঘোষিত ভিশন ২০৩০–এর আওতায় গাড়ি চালানোর অনুমোদন থেকে শুরু করে নারীরা মাঠে বসে খেলা দেখা—এমনকি সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখারও অনুমতি পেয়েছেন।

চলতি দশক শেষ হওয়ার আগে চাকরিতে নারীদের সংখ্যা এক-তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়েছেন বিন সালমান।