আফগানিস্তানে নির্বাচনী র‍্যালিতে হামলা, নিহত ১৩

সহিংতায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
সহিংতায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

আফগানিস্তানে নির্বাচনী প্রচারণার একটি র‍্যালিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দেশটির নাঙ্গারহার প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের সংসদীয় প্রার্থী নাসির মোহাম্মদের সমর্থকদের র‍্যালিতে এক জঙ্গি আত্মঘাতী এই হামলা চালায়।

বিবিসি জানিয়েছে, ২০ অক্টোবর দেশটির বহুল প্রতীক্ষিত সংসদীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার জন্য র‍্যালিটি হচ্ছিল। সেই র‍্যালিতে এই হামলাটি হয়।

একজন প্রত্যক্ষদর্শী সাঈদ হুমায়ুন বলেন, ‘সমাবেশে জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেওয়ার সময় আকস্মিকভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি বিস্ফোরণস্থলের চারপাশে বিক্ষিপ্ত অবস্থায় লাশগুলো পড়ে আছে।’

সমাবেশে প্রায় ২৫০ জন মানুষ উপস্থিত ছিলেন বলে জানান প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি।