মেলানিয়া 'বি বেস্ট' নিয়ে আফ্রিকায়

>মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আফ্রিকা সফর শনিবার শেষ হয়েছে। মার্কিন ফার্স্ট লেডি হিসেবে এটাই মেলানিয়ার প্রথম একক কোনো বড় বিদেশ সফর। সফরে ঘানা, মালাবি, কেনিয়া ও মিসরে যান মেলানিয়া। মিসরে যাওয়ার মধ্য দিয়ে তিনি তাঁর আফ্রিকা সফর শেষ করেন। তিনি সাংবাদিকদের সঙ্গে সচরাচর কথা বলেন না। তবে এ সফরে মেলানিয়া নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তাঁর নিজের ‘বি বেস্ট’ ক্যাম্পেইন এবং নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে কাজ করতেই এ সফর মেলানিয়ার।
মিসরের স্ফিংস পিরামিডে মেলানিয়া। গিজা, ৬ অক্টোবর। ছবি: এএফপি
মিসরের স্ফিংস পিরামিডে মেলানিয়া। গিজা, ৬ অক্টোবর। ছবি: এএফপি
মিসরের প্রেসিডেন্টে আবদেল ফাত্তাহ আল-সিসি ও তাঁর স্ত্রী ইনতিসার আমের আল-সিসির সঙ্গে মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেনশিয়াল প্যালেস, কায়রো, মিসর, ৬ অক্টোবর। ছবি: এএফপি
মিসরের প্রেসিডেন্টে আবদেল ফাত্তাহ আল-সিসি ও তাঁর স্ত্রী ইনতিসার আমের আল-সিসির সঙ্গে মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেনশিয়াল প্যালেস, কায়রো, মিসর, ৬ অক্টোবর। ছবি: এএফপি
আফ্রিকা সফরে তাঁর পরিধেয় পোশাক-আশাক নিয়ে সমালোচনা হয়। এর মন্তব্যে তিনি পোশাক-আশাকে অন্যদের কম মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ছবি: এএফপি
আফ্রিকা সফরে তাঁর পরিধেয় পোশাক-আশাক নিয়ে সমালোচনা হয়। এর মন্তব্যে তিনি পোশাক-আশাকে অন্যদের কম মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ছবি: এএফপি
এতিম শিশুদের সঙ্গে মেলানিয়া ট্রাম্প। নেস্ট অরফানেজ সেন্টার, নাইরোবি, কেনিয়া, ৫ অক্টোবর। ছবি: টুইটার
এতিম শিশুদের সঙ্গে মেলানিয়া ট্রাম্প। নেস্ট অরফানেজ সেন্টার, নাইরোবি, কেনিয়া, ৫ অক্টোবর। ছবি: টুইটার
এই ছোট হাতিটি একপর্যায়ের মেলানিয়ার দিকে একটু তেড়ে গিয়েছিল। তবে পাশে থাকা নিরাপত্তাকর্মীরা ট্রাম্পপত্নীকে রক্ষা করেন। নাইরোবি ন্যাশনাল পার্ক, কেনিয়া, ৫ অক্টোবর। ছবি: সংগৃহীত
এই ছোট হাতিটি একপর্যায়ের মেলানিয়ার দিকে একটু তেড়ে গিয়েছিল। তবে পাশে থাকা নিরাপত্তাকর্মীরা ট্রাম্পপত্নীকে রক্ষা করেন। নাইরোবি ন্যাশনাল পার্ক, কেনিয়া, ৫ অক্টোবর। ছবি: সংগৃহীত
সিপালা প্রাইমারি স্কুলের খেলার মাঠে মেলানিয়া ট্রাম্প। লিলংইউ, মালাবি, ৪ অক্টোবর। ছবি: এএফপি
সিপালা প্রাইমারি স্কুলের খেলার মাঠে মেলানিয়া ট্রাম্প। লিলংইউ, মালাবি, ৪ অক্টোবর। ছবি: এএফপি
সিপালা প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মেলানিয়া ট্রাম্প। লিলংইউ, মালাবি, ৪ অক্টোবর। ছবি: সংগৃহীত
সিপালা প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মেলানিয়া ট্রাম্প। লিলংইউ, মালাবি, ৪ অক্টোবর। ছবি: সংগৃহীত
সিপালা প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মেলানিয়া ট্রাম্প। লিলংইউ, মালাবি, ৪ অক্টোবর। ছবি: এএফপি
সিপালা প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মেলানিয়া ট্রাম্প। লিলংইউ, মালাবি, ৪ অক্টোবর। ছবি: এএফপি
মেলানিয়া দাঁড়িয়ে ‘ডোর অব নো রিটার্ন’-এ। একসময় এ দরজা দিয়েই দাসদের জাহাজে তোলা হতো বিদেশে নেওয়ার জন্য। এ দরজা পেরোলেই আর মুক্তি সচরাচর মিলত না। তাই নাম ‘ডোর অব নো রিটার্ন’। ঘানা, ৩ অক্টোবর। ছবি: সংগৃহীত
মেলানিয়া দাঁড়িয়ে ‘ডোর অব নো রিটার্ন’-এ। একসময় এ দরজা দিয়েই দাসদের জাহাজে তোলা হতো বিদেশে নেওয়ার জন্য। এ দরজা পেরোলেই আর মুক্তি সচরাচর মিলত না। তাই নাম ‘ডোর অব নো রিটার্ন’। ঘানা, ৩ অক্টোবর। ছবি: সংগৃহীত
মেলানিয়া ঘানার মিউজিয়াম ট্যুর দ্য কেপ কোস্ট ক্যাসেলে। ৩ অক্টোবর। ছবি: সংগৃহীত
মেলানিয়া ঘানার মিউজিয়াম ট্যুর দ্য কেপ কোস্ট ক্যাসেলে। ৩ অক্টোবর। ছবি: সংগৃহীত