কেনিয়ায় বাস উল্টে প্রাণ গেল ৫০ জনের

যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে যায়। ছবি: এএফপি
যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে যায়। ছবি: এএফপি

কেনিয়ার পশ্চিমাঞ্চলে বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে ৫০ জন মারা গেছে। স্থানীয় সময় বুধবার ভোরে কেরিচো এলাকায় এই ঘটনা ঘটে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে বিস্তার জানা যায়নি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ৫২ জন যাত্রী নিয়ে নাইরোবি থেকে বাসটি পশ্চিমাঞ্চলের শহর কাকামেগাতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছে। দুজন প্রাণে বেঁচে গেলে তাঁদের উদ্ধার স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

কেনিয়ান রেড ক্রস এক টুইটার বার্তা জানিয়েছে, বাসটি উল্টে গেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সরকারি তথ্য মতে, কেনিয়ায় প্রতিবছর প্রায় ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনা মারা যায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী- এই সংখ্যা প্রায় ১২ হাজারের ওপরে।

পূর্ব আফ্রিকান এই দেশটিতে গত বছরের ডিসেম্বরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন মারা যায়। এর আগে ২০১৬ সালে ফুয়েল ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য পরিবহনগুলোকে ধাক্কা দিলে বিস্ফোরণে ৪০ জনের প্রাণহানি হয়।