মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড রদ হচ্ছে

মালয়েশিয়ায় মন্ত্রিসভা দেশটিতে মৃত্যুদণ্ড রদ করতে সম্মত হয়েছে বলে আজ বৃহস্পতিবার দেশটির জ্যেষ্ঠ একজন মন্ত্রী জানিয়েছেন। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

মালয়েশিয়ায় বর্তমানে খুন, অপহরণ, অস্ত্র ও মাদক পাচারের মতো অপরাধের বিচারে সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ব্রিটিশ উপনিবেশ আমল থেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান চালু রয়েছে।

মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়ামন্ত্রী গোবিন্দ সিং দেও এ তথ্যের সত্যতা নিশ্চিত করে এএফপিকে বলেন, মন্ত্রিসভা মৃত্যুদণ্ড রদ করার বিষয়ে সম্মত হয়েছে। নতুন এ আইন শিগগিরই সংসদে আনা হবে।

দেশের মধ্যে মৃত্যুদণ্ডের রীতি নিয়ে ব্যাপক বিরোধিতার মুখে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

লয়ার্স ফর লিবার্টি রাইটস গ্রুপের পরামর্শক এন. সুরেন্দরন বলেন, মৃত্যুদণ্ড বর্বরোচিত ও অমানবিক নিষ্ঠুরতা।

মালয়েশিয়ার মৃত্যুদণ্ড রদ হলে দেশটি অন্য দেশে তাদের নাগরিকদের মৃত্যুদণ্ড রদ করানোর জন্য নৈতিক কর্তৃত্ব পাবে।