মাকড়সা মারতে পুড়ল বাড়ি!

আগুন। ফাইল ছবি
আগুন। ফাইল ছবি

মারতে চেয়েছিলেন কিছু মাকড়সা। ভেবেছিলেন আগুন দিয়ে পুড়িয়ে মারবেন মাকড়সাগুলোকে। কিন্তু তা করতে গিয়ে লেজেগোবরে হয়ে গেল। আগুন লাগল গিয়ে চিলেকোঠায়। সেখান থেকে ছড়িয়ে গেল পুরো বাড়িতে! মাকড়সা মারতে গিয়ে শেষতক হয়ে গেল বিশাল ক্ষতি।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো এলাকায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ২৩ বছর বয়সী এক তরুণ তাঁর বাবা-মার অবর্তমানে বাড়িতে ছিলেন। ব্ল্যাক উইডো নামের কিছু মাকড়সা বাড়িতে দেখে সেগুলো মারতে গিয়েছিলেন ওই তরুণ। কিন্তু আগুন ধরে যায় বাড়িতে। অবস্থা বেগতিক দেখে নিজে বের হয়ে দমকল কর্মীদের ডাকেন সেই তরুণ।

ফ্রেসনো দমকল বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন রবার্ট কাস্টিলো বলেন, আগুন একসময় পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ‘কারও বাড়িতে মাকড়সা মারার সঠিক পদ্ধতি এটি নয়। আপনি ঘরের ভেতর বা বাইরে এভাবে মাকড়সা মারতে পারেন না।’

লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয়েছে, ওই বাড়ির আগুন নেভাতে ২৬ জন দমকল কর্মীর প্রয়োজন হয়েছিল। অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটির দ্বিতীয় তলা। এ ঘটনায় মোট ১০ হাজার ডলারের ক্ষতি হয়েছে।