ফ্রান্সে দুই ভবনধসে ৮ জন নিহতের আশঙ্কা

ফ্রান্সের দক্ষিণাংশে মার্সেই শহরে দুটি ভবনধসে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ছবি: এএফপি
ফ্রান্সের দক্ষিণাংশে মার্সেই শহরে দুটি ভবনধসে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ছবি: এএফপি

ফ্রান্সের দক্ষিণাংশে মার্সেই শহরে দুটি ভবনধসে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার সকালে এই ভবনধসের ঘটনা ঘটে। গতকাল সারা দিন উদ্ধার অভিযান চলে। আজ মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধারের পর কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ৮ জন নিহত হয়ে থাকতে পারে।

গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী খিস্তোফ কাস্তানার বলেন, ভবনধসের ঘটনায় ৫ থেকে ৭ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে পাঁচজন ওই দুই ভবনের বাসিন্দা এবং তিনজন অতিথি ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবন রক্ষা করা। প্রথম চেষ্টায় বাতাস নির্গমনের বেশ কয়েকটি জায়গা খুঁজে পাওয়া যায়। তাই চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা করা হচ্ছে।

পরে আজ মঙ্গলবার একজন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। যার পরিচয় এখনো জানা যায়নি। গুগল ম্যাপে ওই ভবনের কয়েক মাস আগে তোলা ছবিতে দেখা যায় ভবন দুটিতে ফাটল ছিল।