গাজায় পাল্টাপাল্টি হামলায় নিহত ৭

গাজা সীমান্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সহিংসতায় সাতজন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স।
গাজা সীমান্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সহিংসতায় সাতজন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স।

গাজা সীমান্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সহিংসতায় সাতজন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। জবাবে ইসরায়েলও বিমান হামলা চালিয়েছে।

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গাজায় হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন জঙ্গি। অপর দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি রকেট হামলায় ফিলিস্তিনের এক বেসামরিক লোক মারা গেছেন।

গত রোববার ইসরায়েলি বিশেষ বাহিনী গাজার অভ্যন্তরে অভিযান চালালে এই সহিংসতার সূত্রপাত্র। সহিংসতায় নিহত সাতজনের মধ্যে একজন হামাস কমান্ডার এবং ইসরায়েলি এক লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন।

হামাসনিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলায় ৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

মিসর ও জাতিসংঘ গাজা সীমান্তে সাময়িক যুদ্ধবিরতির চেষ্টা শুরু করলে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। গত মার্চ মাস থেকে সেখানে সহিংসতায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।