খসড়া চুক্তিতে সায় দিচ্ছে না বিবেক, সরে দাঁড়ালেন ব্রেক্সিটমন্ত্রী

ডমিনিক রাব। ছবি: রয়টার্স
ডমিনিক রাব। ছবি: রয়টার্স

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডমিনিক রাব। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) বিষয়ে চূড়ান্ত খসড়া চুক্তিতে তাঁর বিবেক সমর্থন দিচ্ছে না জানিয়ে পদত্যাগ করেছেন ডমিনিক রাব। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী থেরেসা মে জানান, পাঁচ ঘণ্টার দীর্ঘ এক বৈঠকের পর ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত খসড়া চুক্তিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তবে ওই বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন মন্ত্রীর এই চুক্তিতে সায় ছিল না। তাঁরা কনজারভেটিভ ব্যাকবেঞ্চারদের উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা ভোট গ্রহণের প্রস্তাব এনেছিলেন।

তবে মন্ত্রিসভায় অনুমোদনের পর এই চুক্তি কার্যকরের জন্য সংসদের অনুমোদন পেতে হবে। এই খসড়া চুক্তিতে ইইউয়ের সদস্যদেশগুলোর অনুমোদনের জন্য ২৮ নভেম্বর বিশেষ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। সেখানে অনুমোদন পেলে চুক্তিতে স্বাক্ষর করবে উভয় পক্ষ।

গত জুলাইতে সাবেক গৃহায়ণ ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী ডমিনিক রাবকে ব্রেক্সিটবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ডেভিড ডেভিসের পদত্যাগের পর এই দায়িত্ব পান ডমিনিক রাব।