অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলায় নিহত ৩

অমৃতসরের একটি উপাসনালয়ে পাহারা দিচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স।
অমৃতসরের একটি উপাসনালয়ে পাহারা দিচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স।

ভারতের অমৃতসরের আদিলওয়াল গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে গ্রেনেড হামলায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১০ জন। গতকাল রোববার পাঞ্জাবের অমৃতসরের গুরুদ্বারে নিরাঙ্কারি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলার সময় এ হামলার ঘটনা ঘটে।

এনডিটিভি অনলাইনে খবরে জানানো হয়, হামলাকারীদের পরিচয় উদ্ধার করা যায়নি। বাইকে করে এসে জনতার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দ সিং। নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি।

প্রাথমিকভাবে জানা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে নিরাঙ্কারি ভবনের কাছে বিস্ফোরক কিছু ফেলে যায়। সেই সময় সেখানে কিছু ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আর তার পরই ঘটে বিস্ফোরণ।

ঘটনার পর সমস্ত নিরাপত্তা সংস্থাকেই সতর্ক থাকতে বলা হয়েছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে আততায়ীদের সন্ধান শুরু হয়েছে।