কলকাতায় ভারত-বাংলাদেশ সাহিত্য উৎসব

উৎসবের মঞ্চে কবি-সাহিত্যিকেরা। ছবি: ভাস্কর মুখার্জি
উৎসবের মঞ্চে কবি-সাহিত্যিকেরা। ছবি: ভাস্কর মুখার্জি

‘শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়’—এই স্লোগান নিয়ে কলকাতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ সাহিত্য উৎসব-২০১৮’। গতকাল শুক্রবার বিকেলে কলকাতার শিশির মঞ্চে এই সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ।

উৎসবে যোগ দিয়েছেন বাংলাদেশসহ ভারতের বিভিন্ন রাজ্যের কবি-সাহিত্যিকেরা। উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন কবি শঙ্খ ঘোষ, সুবোধ সরকার, বাসব চৌধুরী, প্রণব কুমার মুখোপাধ্যায়, অমিয় দেব, সৌরীন ভট্টাচার্য, জহিরুল হাসান, বাংলাদেশের কবি মাহবুব সাদিক, কবি মাহমুদ কামাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সাহিত্য উৎসবের মাধ্যমে ভারত ও বাংলাদেশের সাহিত্য বিনিময়ের পথ প্রশস্ত হবে। দুই বাংলার মৈত্রীর বন্ধন দৃঢ় হবে। কবি-সাহিত্যিকেরাই পারেন দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে।

দুই বাংলার সাহিত্য প্রকাশনা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, এতে বাংলা সাহিত্য আরও উচ্চ শিখরে পৌঁছতে পারবে। বাংলা সাহিত্য বিশ্বব্যাপী আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। আজ শনিবার বিকলেও চলবে কবিতা পাঠের আসর। এ ছাড়া থাকছে ‘কবিতা শ্রাব্য না পাঠ্য নাকি দুই-ই ’এবং ‘বাংলা ছোটগল্প এপার–ওপার’ শীর্ষক আলোচনা সভা। সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে আজ রাতে।