বিমানে জায়গা নেই, স্বামীকে রেখেই গন্তব্যে ম্যার্কেল

আঙ্গেলা ম্যার্কেল। ছবি: রয়টার্স
আঙ্গেলা ম্যার্কেল। ছবি: রয়টার্স

জি-২০ সম্মেলনে যোগ দিতে বার্লিন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আর্জেন্টিনার বুয়েনস এইরেসের উদ্দেশে একটি উড়োজাহাজে রওনা হয় জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। যাত্রা শুরুর পর আকস্মিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে কোলন-বন বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

পরে সেখানে যাত্রাবিরতি দেওয়া হয়। ওই প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন আঙ্গেলা ম্যার্কেলের স্বামী জোয়াহিম সাওয়ার। বিরতির ফাঁকে প্রতিনিধিদলের সদস্যরা আশপাশে ঘুরছিলেন। কিছু সময় পর গন্তব্যে উড়াল দেন চ্যান্সেলর ম্যার্কেল ও তাঁর সহযোগীরা। কিন্তু বিমানে স্থান সংকুলান না হওয়ায় এ সময় বাদ পড়ে যান সফরসঙ্গী ম্যার্কেলের স্বামী জোয়াহিমসহ প্রতিনিধিদলের একাধিক সদস্য।

দেশটির স্পিগেল পত্রিকার খবরে বলা হয়েছে, কনরাড আডেনআওয়ার নামের এ-৩৪০ এয়ারবাসটি জার্মানির সরকারি নেতাদের ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। ভূমির সঙ্গে এয়ারবাসটির যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে যায়। পরে স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ করে জার্মানি ও নেদারল্যান্ডসের আকাশসীমা থেকে এয়ারবাসটি কোলন-বন বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।