যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির ওপর শুল্ক কমাবে চীন

যুক্তরাষ্ট্রে তৈরি গাড়িতে ১৫ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে চীন। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে তৈরি গাড়িতে ১৫ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে চীন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধের আগুনে প্রথম বলি দিতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রে তৈরি গাড়িতে ১৫ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে চীন। গতকাল মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, চীনের মন্ত্রিসভা এই প্রস্তাব পর্যালোচনা করবে।

এর আগে চলতি বছরে যুক্তরাষ্ট্রে প্রস্তুত গাড়ির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। সেই সিদ্ধান্ত থেকে এবার সরে এল দেশটি। অন্য সব দেশের মতো একই হারে শুল্ক আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের ওপর।

চীন ঠিক কবে এই সিদ্ধান্ত নিয়েছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দুই দেশ বাণিজ্য নিয়ে আলোচনার পরই এমন প্রস্তাব দিচ্ছে চীন। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন শুল্ক কমাতে পারে। তবে এ প্রস্তাবের বিষয়ে চীনের কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়। ফলে, প্রস্তাবের সত্যতার বিষয়ে কিছুটা দ্বিধা দেখা দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই চীনের অন্যায় বাণিজ্য নিয়ে উচ্চবাচ্য করে আসছেন। তাঁর মতে, চীন ও অন্য দেশগুলো সস্তায় তাদের পণ্য বিক্রি করে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে সুবিধা নিচ্ছে। ২০১৭ সালের আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের বাণিজ্যনীতি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং এরপর চলতি বছরের জানুয়ারি থেকে তিনি একের পর এক চীনা পণ্যে শুল্কারোপ করতে শুরু করেন। চীনও পাল্টা শুল্কারোপ করে। এমন অবস্থায় এই বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার রাজধানীতে জি-২০ সম্মেলনের পর বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকেই দুই রাষ্ট্রনেতাকে কিছুটা নমনীয় হতে দেখা যায়।