রাজস্থানে ১৫৮ বিধায়কই কোটিপতি

রাজস্থান বিধানসভার ১৯৯ জন বিধায়কের মধ্যে ১৫৮ জন কোটিপতি।
রাজস্থান বিধানসভার ১৯৯ জন বিধায়কের মধ্যে ১৫৮ জন কোটিপতি।

ভারতের রাজস্থান রাজ্যের বিধানসভা নির্বাচনে সদ্য জয়ী ১৯৯ জন বিধায়কের মধ্যে ১৫৮ জন বিধায়কই কোটিপতি। অর্থাৎ নির্বাচিত বিধায়কদের মধ্যে ৭৯ শতাংশ কোটিপতি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিধায়কদের দেওয়া সম্পত্তির হিসাব থেকে এই তালিকা প্রস্তুত করেছে এডিআর বা অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস। আজ সোমবার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে জানানো হয়, রাজস্থানের ২০০টি বিধানসভা নির্বাচনে ১৯৯টি আসনে ভোট হয়েছে। ৯৯টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। আজ এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আগে দুবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত কংগ্রেস নেতা অশোক গেহলট।

এডিআরের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের জয়ী প্রার্থীদের মধ্যে ৮২ জনই কোটিপতি। বিজেপির জয়ী ৭৩ জন প্রার্থীর মধ্যে ৫৮ জন কোটিপতি। অন্যদিকে, বিজয়ী ১৩ জন নির্দলীয় প্রার্থীর মধ্যে ১১ জন কোটিপতি।

সম্পদের নিরিখে শীর্ষে কংগ্রেসের পরশুরাম মোরদিয়া। তাঁর সম্পদের পরিমাণ ১৭২ কোটি রুপি। দ্বিতীয় স্থানে উদয়লাল আমানা। তাঁর সম্পদের পরিমাণ ১০৭ কোটি রুপি।