মালদ্বীপের ইয়ামিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। ছবি: রয়টার্স
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। ছবি: রয়টার্স

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। দেশটির একটি আদালত তাঁর অ্যাকাউন্টে থাকা ৬৫ লাখ মার্কিন ডলারের লেনদেন স্থগিত করার নির্দেশ দেন। এরপর পুলিশ গতকাল রোববার এ কথা জানিয়েছে । গত শনিবার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

এএফপির খবরে জানানো হয়, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ইয়ামিন হেরে যান। এরপর তিনি পুনর্নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসতে অবৈধভাবে ১৫ লাখ ডলার গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইয়ামিনের ব্যক্তিগত অ্যাকাউন্টে দুবার সন্দেহজনক অর্থ প্রদানের ঘটনা ঘটে বলে আর্থিক কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ করেছে।

তবে ইয়ামিন এসব অভিযোগ অস্বীকার করেছেন। ক্ষমতায় থাকার সময় তিনি বিরোধীদের কারাগারে বা নির্বাসনে পাঠিয়েছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে তিনি ছিলেন চীন-নির্ভর, যা ভারতের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল।