সিডনিতে 'বিশ্বের সেরা' সৈকত পথ

গোটা পথটিই সমুদ্রের তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত
গোটা পথটিই সমুদ্রের তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দুটি বিখ্যাত সমুদ্রসৈকতকে এক করে সিডনিতে নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে ৮০ কিলোমিটার দীর্ঘ ‘বিশ্বের সেরা’ সৈকত পথ।

এটি বিশ্বের ‘সবচেয়ে দৃষ্টিনন্দন’ হেঁটে যাওয়ার সৈকত পথ হবে বলে দাবি নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের।

সিডনির বিখ্যাত বন্ডাই সমুদ্রসৈকত থেকে শুরু হয়ে এই পায়ে হাঁটার পথ একদম ম্যানলি সমুদ্রসৈকতে গিয়ে শেষ হবে।

গোটা পথটিই সমুদ্রের তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে।

পথটি শুধু যে দুটি বিখ্যাত সমুদ্রসৈকতকে এক করবে তা নয়, এটি সিডনির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকেও স্পর্শ করে যাবে।

পথটি সিডনির বিভিন্ন বিখ্যাত ও দর্শনীয় স্থানের পাশ দিয়ে যাবে। এর মধ্যে রয়েছে অপেরা হাউস, হারবার ব্রিজ, মিসেস ম্যাকওয়ারিজ চেয়ার, নর্থ হেড, টরোঙ্গো চিড়িয়াখানা, ক্লিফটন গার্ডেন ইত্যাদি।