নেপালে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২৩

নেপালের পশ্চিমাঞ্চলে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন শেষে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গিরিখাদে পড়ে যায়। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ শনিবার এ কথা জানিয়েছে।

পুলিশ জানায়, বাসে ৩৭ জন আরোহী ছিলেন। নিহত শিক্ষার্থীদের বয়স ১৬ থেকে ২০ বছর। তাঁদের সঙ্গে থাকা দুই শিক্ষক ও বাসের চালকও নিহত হয়েছেন। ঘটনাস্থলে ২২ জন প্রাণ হারান। আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৪ জন গুরুতর আহত।

পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনায় পড়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বেহাল সড়কের কারণে নেপালে দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ গাড়ি ও নিয়ন্ত্রণহীন গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। গত সপ্তাহেই এক শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারান।