প্রধানমন্ত্রিত্ব চান, তাই উঠেছেন মোবাইল টাওয়ারে!

তাঁর খুব ইচ্ছা, দেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়ার বদলে বেছে নিলেন অন্য পন্থা। সোজা উঠে গেলেন মোবাইল টাওয়ারের মাথায়! এরপর বললেন, প্রধানমন্ত্রী পদ না পেলে নামবেন না।

জিও নিউজের খবরে বলা হয়েছে, আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির নাম জানা যায়নি। সারগোধা শহরে তাঁর বাস। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ দাবি করে তিনি একটি মোবাইল টাওয়ারে চড়ে বসেন। তাঁর হাতে ছিল পাকিস্তানের জাতীয় পতাকা।

এনডিটিভির খবরে প্রকাশ, ওই ব্যক্তি বলেছেন—প্রধানমন্ত্রী হলে ছয় মাসের মধ্যে দেশের বিদ্যমান অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবেন তিনি। মিটিয়ে দিতে পারবেন দেশের সব ঋণ। উদ্ধারকারী কর্মকর্তারা তাঁকে নেমে আসার অনুরোধ জানালে, ওই ব্যক্তি প্রধানমন্ত্রী ইমরান খান বা কোনো জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান।

পরে একপর্যায়ে অস্থায়ী লিফট ব্যবহার করে ওই ব্যক্তিকে নামিয়ে আনা হয়। নিয়ে যাওয়া হয় থানায়।