হ্যানোভারে বড়দিনের বর্ণিল উৎসব

বড়দিনের উৎসবকে ঘিরে ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই ইউরোপের ছোট-বড় শহরগুলোর বাজার মিলনমেলার রূপ নেয়। তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে ছোট-বড় সব বয়সী মানুষ বড়দিনের উৎসব ঘিরে ব্যস্ততা লক্ষ্য করা যায়।

বড়দিনের উৎসবে রয়েছে হাতে তৈরি নানা সামগ্রী, মিষ্টান্নজাতীয় খাবার, বাহারি পানীয়সহ ছোটদের খেলাধুলার নানা ব্যবস্থা। উত্তর জার্মানির হ্যানোভার শহরে বড়দিনের বর্ণিল উৎসবে মেতেছে সবাই। শহরের ক্রিসমাস বাজারের কিছু ছবি তুলেছেন সরাফ আহমেদ-

হ্যানোভার শহরের ক্রিসমাস বাজারের প্রধান আকর্ষণ সুউচ্চ ক্রিসমাস পিরামিড
হ্যানোভার শহরের ক্রিসমাস বাজারের প্রধান আকর্ষণ সুউচ্চ ক্রিসমাস পিরামিড
হ্যানোভার শহরের প্রধান রেলস্টেশনের সামনে ক্রিসমাস বাজার
হ্যানোভার শহরের প্রধান রেলস্টেশনের সামনে ক্রিসমাস বাজার
জার্মান কবি ফ্রিডরিশ শিলারের স্মৃতিস্তম্ভ ঘিরে বড়দিনের সাজসজ্জা
জার্মান কবি ফ্রিডরিশ শিলারের স্মৃতিস্তম্ভ ঘিরে বড়দিনের সাজসজ্জা
সুউচ্চ ক্রিসমাস পিরামিডের নিচে বেচাকেনা
সুউচ্চ ক্রিসমাস পিরামিডের নিচে বেচাকেনা
ক্রিসমাস বাজারে বিকিকিনি হচ্ছে বাহারি ফল
ক্রিসমাস বাজারে বিকিকিনি হচ্ছে বাহারি ফল
ক্রিসমাস বাজারে হাতে তৈরি নানা রকম পুতুল
ক্রিসমাস বাজারে হাতে তৈরি নানা রকম পুতুল
বড়দিনের বর্ণিল উৎসবে আছে ছোটদের খেলাধুলার ব্যবস্থা
বড়দিনের বর্ণিল উৎসবে আছে ছোটদের খেলাধুলার ব্যবস্থা