জাপানি ভিক্ষুরা দেখিয়ে দিলেন

ঐতিহ্যবাহী কিমোনো পরে বৌদ্ধ ভিক্ষুরা। ছবি: বিবিসির সৌজন্যে
ঐতিহ্যবাহী কিমোনো পরে বৌদ্ধ ভিক্ষুরা। ছবি: বিবিসির সৌজন্যে

জাপানি ভিক্ষুরা এখন দড়ি লাফ দিচ্ছেন। একই সঙ্গে স্কেটিং করছেন। এমনকি খেলাও দেখাচ্ছেন। আর এসবই তাঁরা করছেন ঐতিহ্যবাহী কিমোনো পরে। ভিক্ষুরা দেখাতে চান তাঁদের এ পোশাকেই তাঁরা সহজে সবকিছু করতে পারেন।

স্থানীয় ইয়োমিউরো শিমবুন পত্রিকার খবরে জানানো হয়, এক মাস আগে কিমোনো পরে গাড়ি চালানোর সময় পুলিশ একজন বৌদ্ধ ভিক্ষুর জরিমানা করে। এই পোশাক পরে গাড়ি চালানো নিরাপদ নয় বলে ওই ভিক্ষুকে জানানো হয়। তবে ওই ভিক্ষু ছয় হাজার ইয়েন জরিমানা দেননি।বিবিসির খবর বলছে, এর পর থেকে কিমোনোর পক্ষে নানা প্রচার চালিয়ে যাচ্ছেন বৌদ্ধ ভিক্ষুরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কিমোনো পরে নানা ধরনের কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করতে থাকেন ভিক্ষুরা। হ্যাশট্যাগ আই ক্যান ডু দিস ইন মংকসে ভিক্ষুরা এসব ভিডিও পোস্ট করছেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, কিমোনোর হাতের ও ঝুলের লম্বার কারণে গাড়ি চালানোয় প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা করেছিলেন।

ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, তিনি ২০ বছর ধরে কিমোনো পরে গাড়ি চালাচ্ছেন। কখনো তাঁকে জরিমানা করা হয়নি। জরিমানা পরিশোধ করা না হলে স্থানীয় ট্রাফিক আইন অনুসারে তাঁর শাস্তি হতে পারে।