ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ভয়েস রেকর্ডার উদ্ধার

ইন্দোনেশিয়ার সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধারে কর্মীদের তৎপরতা। ফাইল ছবি
ইন্দোনেশিয়ার সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধারে কর্মীদের তৎপরতা। ফাইল ছবি

গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ার সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের উড়োজাহাজের ‘ব্ল্যাক বক্স’ ভয়েস রেকর্ডার পাওয়ার কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। জাকার্তা থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার অল্প কিছু সময় পরই উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়ে ১৮৯ আরোহীর সবাই প্রাণ হারান

ঘটনার পর তদন্ত কর্মকর্তারা জানিয়েছিলেন, উড্ডয়নের পরপরই বিমানবন্দরে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন পাইলট। তবে এর পরপরই উড়োজাহাজটির সঙ্গে বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। উড়োজাহাজটিতে আগে থেকে থাকা কারিগরি ত্রুটির কারণে সেটি বিধ্বস্ত হয়েছিল বলে তদন্ত কর্মকর্তাদের দাবি। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পরে সাগরে ভেসে ওঠে।

ইন্দোনেশিয়ার পরিবহন নিরাপত্তা কমিটির (কেএনকেটি) উপপ্রধান হারো সাতমিকো বলেন, ‘ককপিটের ভয়েস রেকর্ডার পাওয়া গেছে। তবে ঠিক কোন জায়গায় এটি পাওয়া গেছে, সে ব্যাপারে এখনো তথ্য পাইনি। স্থানীয় সময় সকাল নয়টার দিকে এটি পাওয়া গেছে।’

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র আগুং নুগরোহো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সমুদ্রতলের কাদাযুক্ত মাটির ২৬ ফুট গভীরে ভয়েস রেকর্ডারটি পাওয়া গেছে।

বিধ্বস্ত উড়োজাহাজের ডেটা রেকর্ডার পাওয়া যায় গত নভেম্বরে। ব্ল্যাক বক্সগুলো থেকে তথ্য বিশ্লেষণে ছয় মাসের মতো সময় লেগে যেতে পারে বলে কর্মকর্তারা বলেছেন।