অস্ট্রেলিয়ার প্রথম চালকবিহীন ট্রেন চালু

অস্ট্রেলিয়ার প্রথম চালকবিহীন ট্রেন চালু হয়েছে। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার প্রথম চালকবিহীন ট্রেন চালু হয়েছে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে পরীক্ষামূলক যাত্রা শুরু করল দেশটির প্রথম চালকবিহীন ট্রেন। গতকাল সোমবার ট্রেনটির পরীক্ষামূলক যাত্রা উদ্বোধন করেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান।

চালকবিহীন এই বিশেষ ট্রেনটি সিডনির উত্তর-পশ্চিমকে চ্যাটসউডের সঙ্গে যুক্ত করবে। ৩৬ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন ও চালকবিহীন ট্রেনের জন্য ৮ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের বেশি ব্যয় করেছে সরকার। পুরো রেলপথে ১৩টি স্টেশন থাকবে। নতুন রেললাইনে প্রতি ২ মিনিট পরপর ট্রেন যাওয়ার ক্ষমতা রয়েছে। তবে প্রতি চার মিনিট অন্তর চালকবিহীন ট্রেনগুলো দ্রুতগতিতে গন্তব্যে ছুটে যাবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার চালকবিহীন ট্রেনটি সিডনির উত্তর-পশ্চিমকে চ্যাটসউডের সঙ্গে যুক্ত করবে। ৩৬ কিলোমিটার দীর্ঘ রেললাইনে চলবে চালকবিহীন ট্রেন। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার চালকবিহীন ট্রেনটি সিডনির উত্তর-পশ্চিমকে চ্যাটসউডের সঙ্গে যুক্ত করবে। ৩৬ কিলোমিটার দীর্ঘ রেললাইনে চলবে চালকবিহীন ট্রেন। ছবি: সংগৃহীত

মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, ‘বিশেষ করে ব্যস্ত সিডনির যানজট কমাতে ও কর্মব্যস্ত মানুষের সময় বাঁচাতে ভূমিকা রাখবে নতুন মাত্রার এই ট্রেন।’ অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা নিয়ন্ত্রক থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আগামী এপ্রিল অথবা মে মাস নাগাদ চালকবিহীন এই নতুন ট্রেনের সেবা শুরু করার কথা রয়েছে বলে জানা গেছে।