কলম্বিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০

কলম্বিয়ার বোগোতায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: রয়টার্স
কলম্বিয়ার বোগোতায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: রয়টার্স

কলম্বিয়ার বোগোতায় গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। অন্তত ৭২ জন আহত। দেশটির পুলিশ একাডেমিতে গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়।

কলম্বিয়ার রাজধানীর দক্ষিণ অংশে ওই একাডেমির ছবিতে দেখা যায়, বড় ধরনের বিস্ফোরণে রাস্তা কালো হয়ে গেছে এবং ছাদের টাইলস ভেঙে পড়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে। আহত ব্যক্তিদের সন্ধান চলছে।

বোগোতার মেয়র এনরিক পে অ্যালোসা এক টুইটে বলেন, ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখে পড়া পুলিশ কর্মকর্তাদের সহমর্মিতা জানাচ্ছি।

প্রেসিডেন্ট ইভান ডুকুই এক টুইট বার্তায় এ ঘটনাকে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। এ ছাড়া এ ঘটনার তদন্ত করার কথা বলেছেন। তিনি বলেছেন, কলম্বিয়াবাসী সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে। সবাই একসঙ্গে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

ওই ঘটনায় জস অ্যালডেমার রদ্রিগেজ নামের এক সন্দেহভাজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গাড়িটিতে ১৭৫ পাউন্ড পেনটোলাইট নামের শক্তিশালী বিস্ফোরক ছিল। পুলিশের এক পদোন্নতির অনুষ্ঠানে ওই গাড়িবোমা হামলা চালায় সন্দেহভাজন।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।