পশ্চিমবঙ্গে বন্য হাতির হামলায় ৪ নারী নিহত

হাতি। প্রতীকী ছবি
হাতি। প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির কাছের জঙ্গলে গত তিন দিনে বন্য হাতির হামলায় চার নারী নিহত হয়েছেন। নিহত নারীরা গভীর জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার ডুয়ার্সের গরুমারার লাটাগুড়ির জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে হাতির হামলায় নিহত হন সারথি ও গীতা সেন নামের দুই নারী। হাতির হামলায় নিহত হওয়ার পর গতকাল তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা দুজনই লাটাগুড়ির বাসিন্দা।

বুধবার একই অঞ্চলের হিলাঝোরা জঙ্গলে হাতির হামলায় প্রাণ হারান লতিফা বেগম নামের এক গৃহবধূ।

আগের দিন মঙ্গলবার মরাঘাটা জঙ্গলে হাতির হামলায় নিহত হন সুশেনা খালকো নামের আরেক নারী।

জলপাইগুড়ি বন বিভাগের প্রধান বন কর্মকর্তা মৃদুল কুমার বলেছেন, সংশ্লিষ্ট জঙ্গল সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্ভুক্ত। সেখানে বিনা অনুমতিতে কারও প্রবেশাধিকার নেই। সংরক্ষিত বনাঞ্চলে কাঠ কুড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি আছে। তা সত্ত্বেও চার নারী কীভাবে সংরক্ষিত বনাঞ্চলে কাঠ কুড়াতে গিয়েছিলেন, তা বোঝা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হবে।

ঘটনার পর বন বিভাগের প্রতিটি বিট ও রেঞ্জ অফিসারদের বহিরাগতদের আটক করতে নতুন নির্দেশ জারি করা হয়েছে।