প্যারিসে ভবনে আগুন, প্রাণহানি ৭

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়েছে। ছবি: এএফপি
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়েছে। ছবি: এএফপি

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়েছে। মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে ৩০ জনের মতো আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর।

আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ষোড়শ প্রশাসনিক বিভাগে অবস্থিত ভবনে গতকাল সোমবার রাতে আগুন লাগে। এর কারণ এখনো জানা যায়নি।

দমকল বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, নয়তলা ভবনের অষ্টম ও নবম ফ্লোরে আগুন এখনো ছড়িয়ে যাচ্ছে বলে মৃত মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। গতকাল রাতে ভবনের দুটি ফ্লোরে প্রথমে এ আগুন লাগে। ভবনের বাসিন্দাদের কেউ কেউ আগুন আর ধোঁয়া থেকে বাঁচতে পাশের ভবনের ছাদে উঠে রক্ষা পান।

প্রায় ২০০ দমকলকর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। ছাদে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করছেন তাঁরা। আহত ব্যক্তিদের মধ্যে দমকল বাহিনীর তিন কর্মীও রয়েছেন।