শুভযোগে উল্টো অশুভ কাণ্ড হাতির

হাতি। ফাইল ছবি
হাতি। ফাইল ছবি

গৃহপ্রবেশ অনুষ্ঠানে চমক দেবেন শাইজি। নিয়ে এলেন মস্ত এক হাতি। কিন্তু শুভযোগে বাগড়া দিয়ে উল্টো সর্বনাশ ডেকে আনে হাতিটি। সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে এ ঘটনা ঘটে। পুজোর অনুষ্ঠানে আচমকা তাণ্ডব শুরু করে দেয়। এতে দুজন মারা যান, জখম হন সাতজন।

হাতিটি ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে শুঁড়ে তুলে ছুড়ে মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান। একজনকে পায়ের তলায় পিষ্ট করে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তি মারা যান।

ঘটনাটি ঘটে কেরালার কোত্তাপাডি এলাকায়। কোত্তাপাডির গুরুভায়ুর মন্দিরে উৎসবের দিন গত শুক্রবার হাতিটিকে আনা হয়। মন্দিরের পুজো শেষে ওই ব্যবসায়ী চমক দেওয়ার জন্য হাতিটিকে আনেন তাঁর নতুন বাড়িতে। নিহত ব্যক্তিরা গৃহপ্রবেশ অনুষ্ঠানে অতিথি ছিলেন।

চিক্কাত্তুকাভু কামচন্দ্রম নামের ওই হাতির বয়স ৫৪ বছর। হাতিটির কারণে এখন পর্যন্ত ১১ জনের প্রাণ গেছে। তবে গৃহপ্রবেশ অনুষ্ঠানে হাতি আনা নিয়ে বিতর্ক চলছে। পুলিশ হাতিটিকে আটক করেছে।