পাকিস্তানে মন্ত্রীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

শওকত আলী ইউসুফজাইয়। ছবি: সংগ্রহীত
শওকত আলী ইউসুফজাইয়। ছবি: সংগ্রহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী শওকত আলী ইউসুফজাইয়ের বিরুদ্ধে ইসলামাবাদে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সন্ত্রাসবিরোধী আদালত। ২০১৪ সালে পার্লামেন্ট হাউস ও পাকিস্তান টেলিভিশন ভবনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার মামলায় গতকাল মঙ্গলবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ডন ডট কমের খবরে জানানো হয়, ইউসুফজাই আদালতে হাজির হওয়ার নির্দেশনা বারবার উপেক্ষা করায় বিচারক সাইদ কাসুর আব্বাসি জাইদি এ পরোয়ানা জারি করেন। বিচারক তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন।

আদালত পিটিআইয়ের ২৬ জন কর্মীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

২০১৪ সালে ইসলামাবাদে ডি-চকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে পুলিশ ইমরান খান ও তাঁর সহযোগী পিটিআই নেতা আরিফ আলভি, আসাদ ওমর, শাহ মেহমুদ কোরেশি, শাফকাত মাহমুদ ও রাজা খুররাম নওয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করেছে।