বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ধর্ষণ করেন: সিনেটর মার্থা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিমানবাহিনীতে চাকরি করার সময় একজন জ্যেষ্ঠ কর্মকর্তার ধর্ষণের শিকার হন যুক্তরাষ্ট্রের নারী সিনেটর মার্থা ম্যাক্সালি (৫২)। স্থানীয় সময় বুধবার সিনেট আর্মড সার্ভিসের যৌন নিপীড়নের শিকারবিষয়ক উপকমিটির শুনানিতে তিনি নিজেই বিষয়টি প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের সময় আকাশে ওড়া প্রথম নারী মার্কিন যোদ্ধা পাইলট মার্থা। সামরিক বাহিনীর কর্তাদের ‘ধর্ষণের শিকার’ অন্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার মতো, আমিও একজন সামরিক কর্মকর্তার যৌন নিপীড়নের শিকার হয়েছি। তবে এখানে অনেক মহৎ ঊর্ধ্বতন কর্মকর্তাও আছেন। যৌন হয়রানির শিকার হওয়ার পর অন্য অনেকের মতো আমিও অভিযোগ করিনি। ওই সময় এই সিস্টেমে আমার আস্থা ছিল না।’

মার্থা বলেন, ‘আমি নিজেই নিজেকে দোষারোপ করেছিলাম। আমি লজ্জিত ও দ্বিধান্বিত ছিলাম।’ তিনি বলেন, ‘অপরাধীরা সুকৌশলে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছিলেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে নিপীড়ন ও ধর্ষণ করেছিলেন।’

তবে ওই ঘটনার বেশ কয়েক বছর পর মার্থা বিষয়টি জানিয়েছিলেন কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে। মার্থা বলেন, ‘কয়েক বছর পর সেই বীভৎস অভিজ্ঞতার কথা তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু যথাযথ প্রতিক্রিয়া পাননি।’

মার্থা ম্যাক্সালি ২৬ বছর মার্কিন বিমানবাহিনীতে চাকরি করেন। ২০১০ সালে অবসরে যাওয়ার আগে তিনি কর্নেল পদমর্যাদায় ছিলেন।

২০১৭ সালে মার্কিন সামরিক বাহিনীতে প্রায় ৬ হাজার ৮০০ যৌন নিপীড়নের ঘটনা ঘটে। যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি।