ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু

দক্ষিণ জাকার্তায় একটি পরিবারকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
দক্ষিণ জাকার্তায় একটি পরিবারকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে পাপুয়া অঞ্চলে শনিবার রাতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির জরুরি উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা বলছেন, কাদা, পাথর ও গাছ উপড়ে পড়ায় উদ্ধারকাজ চালাতে সমস্যা হচ্ছে। এ ঘটনায় ৭০ জনের বেশি আহত ও ১৫ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে দেশটির দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়াও নুগরোহো বরাত দিয়ে বলা হয়, সেনতানি শহরে শনিবার টানা বৃষ্টি ও ভূমিধসের ফলে অসংখ্য বাড়ির ক্ষতি হয়েছে। ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ভূমিধসের কারণে আকস্মিক ওই বন্যার সৃষ্টি হয়েছে। এর বাইরে ডোয়ো এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি হাউজিং কমপ্লেক্সের ওপর নিকটস্থ পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়েছে। ধসে পড়া মাটি ও বন্যার পানি রাস্তায় জমে গেছে।

দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, বন্যায় ২ হাজার ২০০ জনের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে।