'ফুটবে এবার পদ্মফুল, আর নয় তৃণমূল'

বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয়।

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে গান বাঁধলেন প্রখ্যাত সংগীতশিল্পী ও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বিজেপির প্রচারে তাঁর নতুন গান ‘ফুটবে এবার পদ্মফুল, আর নয় তৃণমূল’।

সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিওতে এই গানের রেকর্ডিং হয়। গানটির গীতিকার অমিত চক্রবর্তী। সুর করেছেন বাবুল সুপ্রিয় নিজেই। এই গানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে এখন কোনো শিল্প নেই। বরং রয়েছে সিন্ডিকেটের চাপ। আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশও থাকে ভয়ে ভয়ে।

গানটির বিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, এই গানের মধ্য দিয়ে এবার পশ্চিমবঙ্গে ফোটানো হবে পদ্মফুল।

বর্ধমানের আসানসোল থেকে বিজেপির হয়ে এবার লড়ছেন বাবুল সুপ্রিয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি এই আসন থেকেই জয়ী হয়েছিলেন। এবার এই আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন মুনমুন সেন। তিনি মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে।