নেদারল্যান্ডসে ট্রামে এলোপাতাড়ি গুলি

ট্রামে গুলির পর উদ্ধারকর্মীদের তৎপরতা। নেদারল্যান্ডস, ১৮ মার্চ। ছবি: এএফপি
ট্রামে গুলির পর উদ্ধারকর্মীদের তৎপরতা। নেদারল্যান্ডস, ১৮ মার্চ। ছবি: এএফপি

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রামে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে দেশটির ইউট্রেফ শহরে একটি ট্রাম স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, এই ঘটনার পর ওই স্টেশন ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দ্রুতই সেখানে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে যাতায়াতের জন্য জনগণকে রাস্তা ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ট্রামের ভেতরে এই গুলির ঘটনা ঘটে। পুলিশ বলেছে, সন্দেহভাজন হামলাকারী সটকে পড়েছেন।