নেদারল্যান্ডসে ট্রামে গুলি, 'নিহত ১'

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রামের ভেতরে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, হামলায় একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে দেশটির ইউট্রেফ শহরে একটি ট্রাম স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে। একে সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে। হামলার পর দেশটির বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, এই ঘটনার পর ওই স্টেশন ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দ্রুতই সেখানে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়। উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে যাতায়াতের জন্য জনগণকে রাস্তা ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়।