ডেনমার্কের পার্লামেন্টে শিশুসন্তান নিতে মানা

মেটে আবিলগো
মেটে আবিলগো

ডেনমার্কের এক নারী পার্লামেন্ট সদস্যের (এমপি) শিশুসন্তানকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট কক্ষে আসা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ডেনমার্কে। ত্রিশোর্ধ্ব ওই এমপির নাম মেটে আবিলগো। মাত্র পাঁচ মাস আগে মা হয়েছেন তিনি। গত মঙ্গলবার তিনি তাঁর পাঁচ মাস বয়সী মেয়েকে নিয়ে পার্লামেন্টে আসেন। এ সময় পার্লামেন্টের স্পিকার পিয়া ক্যাশকর্ত তাঁকে বাচ্চা বাইরে রেখে আসার জন্য এক সহকারীকে দিয়ে বার্তা পাঠান। ওই এমপি সেই নির্দেশ অনুসরণ করে বাচ্চাকে বাইরে এক সহকারীর কাছে দিয়ে আসেন।

ডেনমার্ক লিঙ্গসমতা ও নারীদের মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করার জন্য বিশ্বের প্রথম সারির দেশ। এরপরও এমপিকে কর্মস্থলে বাচ্চা না আনার নির্দেশে কিঞ্চিৎ বিতর্ক শুরু হয়েছে। ক্ষমতাসীন জোটের অংশীদার কনজারভেটিভ পিপলস পার্টির নেতা আবিলগো বলেন, সে দিনই প্রথম তিনি বাচ্চাকে সঙ্গে নিয়ে কর্মস্থলে আসেন। বাচ্চার বাবাও সেদিন ব্যস্ত ছিল।