অধিকৃত গোলান উপত্যকায় ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অধিকৃত গোলান উপত্যকায় ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার এটাই সময়। এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে সিরিয়ার গোলান উপত্যকা দখল করে নেয় ইসরায়েল। এ উপত্যকা এখনো ইসরায়েলের দখলে রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প টুইটে গোলান উপত্যকাকে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা ও কৌশলগত কারণে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
ইসরায়েল ১৯৮১ সালে গোলানে নিজেদের শাসন ও আইন বলবৎ করে। তবে কেউ এর স্বীকৃতি দেয়নি। সিরিয়া ধারাবাহিকভাবে এই উপত্যকার ওপর নিজের সার্বভৌমত্ব ফেরত চেয়ে দাবি জানিয়ে আসছে।

ট্রাম্পের এই টুইটকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের এই টুইটের পর তাৎক্ষণিকভাবে সিরিয়া সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।