তেল আবিবে রকেট হামলায় আহত ৭

ইসরায়েলি শহর তেল আবিবের উত্তরাঞ্চলে আজ সোমবার এক রকেট হামলায় সাতজন আহত হয়েছে। ছবি: এএফপি
ইসরায়েলি শহর তেল আবিবের উত্তরাঞ্চলে আজ সোমবার এক রকেট হামলায় সাতজন আহত হয়েছে। ছবি: এএফপি

ইসরায়েলি শহর তেল আবিবের উত্তরাঞ্চলে আজ সোমবার এক রকেট হামলায় সাতজন আহত হয়েছে। গাজা উপত্যকা থেকে চালানো এ হামলার কারণে যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ৯ এপ্রিলের ইসরায়েলি নির্বাচনকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করেই ফিরছেন নেতানিয়াহু। মঙ্গলবার আইপ্যাকের (আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি) বার্ষিক সম্মেলন বাতিল করেছেন তিনি। গাজা উপত্যকার অবরুদ্ধ এলাকায় মানুষ ও পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ভূমধ্যসাগরে ফিলিস্তিনি জেলেদের চলাচল সীমিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

পুলিশ জানায়, মিশমেরেত এলাকার যে বাড়িতে রকেটটি আঘাত করে, সেখানে আগুন ধরে যায়। চিকিৎসকেরা জানান, হাসপাতালে চিকিৎসারত ৭ দগ্ধ ব্যক্তির মধ্যে ৩ জন শিশু। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এই সন্ত্রাসী হামলার উচিত জবাব দেওয়া হবে। তবে হামাস বা অন্য কোনো সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি।