জামিন পেলেন নওয়াজ, দেশত্যাগে বাধা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ছয় সপ্তাহের জামিন পেয়েছেন।

চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার নওয়াজকে এই জামিন দেন। তবে আদালত বলেছেন, নওয়াজ দেশ ত্যাগ করতে পারবেন না।

আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় গত বছর পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত।

নওয়াজ হৃদ্যন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন।

প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসা বলেন, নওয়াজ শরিফ যেদিন জামিনে মুক্তি পাবেন, সেদিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত তাঁর দণ্ড স্থগিত থাকবে।

এর আগে গত মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নওয়াজের করা জামিন আবেদন খারিজ করে দেন আদালত।

নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজের অভিযোগ, প্রধানমন্ত্রী ইমরান খানের দল তাঁর বাবার সঙ্গে দুর্ব্যবহার করছে।