তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ

লোকসভার নির্বাচনে দলের ইশতেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি
লোকসভার নির্বাচনে দলের ইশতেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। আজ বুধবার বিকেলে কলকাতার কালীঘাটের বাসভবনে তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইশতেহার ঘোষণা করেন।

মমতা বলেন, এবারের এই ইশতেহারে রাজ্যের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়েছে। বলেছেন নারী ক্ষমতায়ন, কৃষক ও অসংগঠিত শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতকরণে বিশেষ নজর দেওয়া হবে। নজর দেওয়া হবে নারীশিক্ষা, নারী উন্নয়ন ও নারী কর্মসংস্থানেও। গরিব মানুষের বাঁচার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে নানা প্রকল্প গ্রহণ করার কথাও বলেন তিনি।
মমতা বলেন, অভিন্ন কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে পরবর্তী সরকার গড়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলব। এবার বিশেষ নজর দেওয়া হবে দার্জিলিং ও জঙ্গলমহলের দিকে।’
মমতা বলেছেন, মোদির আমলে দেশে দুই কোটি মানুষ কর্মসংস্থান হারিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বেড়েছে ৪০ শতাংশ। তিনি মোদিকে কটাক্ষ করে বলেন, নোট বাতিল করে দেশে আর কালোটাকা ফিরিয়ে আনতে পারেননি মোদি। কেন এই নোট বাতিল করে মানুষের চরম ভোগান্তিতে ফেলেছিলেন মোদি? কারা এর পেছনে? মমতা এই নোট বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত করার দাবিও করেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে তাঁরা নোট বাতিলের সিদ্ধান্তের তদন্ত করে প্রকৃত দোষীদের বের করবেন। তিনি এ কথাও বলেন, মোদি গায়ের জোরে দেশে জিএসটি চালু করেছেন। ক্ষমতায় এলে জিএসটির পুনর্বিবেচনা করা হবে।