কংগ্রেস টাইটানিকের মতো ডুবে যাবে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

বিরোধী দল কংগ্রেসকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের সঙ্গে তুলনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে মোদি বলেন, সেদিন দূরে নয়, যেদিন কংগ্রেস চিরদিনের জন্য হারিয়ে যাবে।

গতকাল শনিবার মহারাষ্ট্রে এক জনসভায় এসব কথা বলেন মোদি। আজ এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মোদি বলেন, কংগ্রেসের অবস্থা একদম টাইটানিকের মতো। দলটি প্রতিদিন একটু একটু করে ডুবে যাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, গত লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ৪৪টি আসন পেয়েছিল। এবারের নির্বাচনে তাদের অবস্থা আরও খারাপ হবে। এই কারণেই বিরোধী জোটের অনেক নেতা এবারের নির্বাচনে লড়ছেন না।

রাহুল গান্ধীকে উদ্দেশ করে মোদি বলেন, উত্তর প্রদেশের আমেথিতে কংগ্রেস সভাপতির অবস্থা অনিশ্চিত বলেই তিনি কেরালার ওয়েনাড আসন থেকেও লড়বেন।

কংগ্রেস বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেন মোদি। তিনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার বিষয়ে কংগ্রেস যখন প্রমাণ দাবি করে, তখন তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার হয়ে যায়।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন মোদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের প্রতিটি ভোট সরাসরি আমার কাছে আসবে।’