'জেমস বন্ড' হবেন প্রিন্স উইলিয়াম

প্রিন্স উইলিয়াম
প্রিন্স উইলিয়াম

ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের হাতে জন্ম জেমস বন্ডের। এরপর চলচ্চিত্রের পর্দায় হাজির হয় জেমস বন্ড চরিত্রটি, দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে তার খ্যাতি। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এই কর্মকর্তার দুর্ধর্ষ সব অভিযানের গল্প গোয়েন্দা কল্পকাহিনিপ্রেমী মানুষের মুখে মুখে ফেরে। এবার যুক্তরাজ্যের সিংহাসনের উত্তরসূরি প্রিন্স উইলিয়াম ‘জেমস বন্ড’ হয়েছেন। কাজ করেছেন বন্ডের সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসে (এসআইএস)। এই সংস্থা এমআই–সিক্স নামে পরিচিত।

তবে প্রিন্স উইলিয়াম স্থায়ীভাবে জেমস বন্ড হননি। এমআই–সিক্সে কিছুদিন কাজ করেছেন মাত্র। শিখেছেন গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তির নানা কৌশল। এ কারণেই উইলিয়ামের ভক্তরা তাঁকে ‘জেমস বন্ড’রূপে ভবিষ্যতে দেখার আশা করছেন।

উইলিয়াম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এমআই৬-এর কর্মীদের অবদান কাছে থেকে দেখাটা আমার জন্য সত্যিই দারুণ অভিজ্ঞতা।’

প্রিন্স উইলিয়াম এর আগে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের সামরিক বাহিনীতে সাড়ে সাত বছর কাজ করেছেন। সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসে এবারই প্রথম কাজ করলেন তিনি।