ভোটকেন্দ্রে ইভিএম তুলে আছাড় মারলেন প্রার্থী!

অন্ধ্র প্রদেশের জনসেনা পার্টির বিধানসভার প্রার্থী মধুসূদন গুপ্তা। ছবি: টুইটার
অন্ধ্র প্রদেশের জনসেনা পার্টির বিধানসভার প্রার্থী মধুসূদন গুপ্তা। ছবি: টুইটার

ভোটকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে তুলকালাম কাণ্ড করে ফেললেন এক প্রার্থী। ইভিএমে লোকসভা না বিধানসভা নির্বাচন, তা বোঝা না যাওয়ায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ইভিএম তুলে আছাড় মারেন। সঙ্গে সঙ্গেই ওই প্রার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। এএনআই, ইন্ডিয়া টুডে ও জি নিউজের খবরে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের গুন্টাকাল বিধানসভা কেন্দ্রের একটি বুথের এ ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলার গুটি বুথে ভোট দিতে যান জনসেনা পার্টির বিধানসভার প্রার্থী মধুসূদন গুপ্তা। ভোট দিতে গিয়ে দেখেন ইভিএমে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের নাম ঠিকমতো বোঝা যাচ্ছে না। তা দেখে মেজাজ ধরে রাখতে পারেননি মধুসূদন। বাগ্‌বিতণ্ডা শুরু করে দেন পোলিং কর্মকর্তাদের সঙ্গে। একপর্যায়ে ইভিএম তুলে আছাড় মারেন মাটিতে। তবে সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

জনসেনা পার্টির প্রতিষ্ঠাতা দক্ষিণের অন্যতম সুপারস্টার পবন কল্যাণ।

লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১৭৫ আসনের অন্ধ্র বিধানসভা ও লোকসভার ২৫ আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। সকালে গুন্টুর বিধানসভার বহু কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যায়। এতে বহু জায়গায় ইভিএম ভেঙে দেন ক্ষুব্ধ ভোটাররাও।

জনসেনা পার্টির বিধানসভার প্রার্থী মধুসূদন গুপ্তা ইভিএম তুলে আছাড় মারেন মাটিতে। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: টুইটার
জনসেনা পার্টির বিধানসভার প্রার্থী মধুসূদন গুপ্তা ইভিএম তুলে আছাড় মারেন মাটিতে। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: টুইটার

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল থেকে। ভারতের ১৮টি রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে। দিল্লির মসনদ জয়ের লড়াইয়ে এবার ভারতে সাত দফায় ৯০ কোটি ভোটার ভোট দেবেন। প্রায় এক কোটি কর্মকর্তা এবার নির্বাচন পরিচালনা করছেন। ভোট চলবে ৩৯ দিন। মোদি না রাহুল, কে যাবেন মসনদে, তা জানা যাবে আগামী ২৩ মে।