ভোটের আঁচে মন্ত্রী নাচেন 'নাগিন নাচ'

ভারতের কর্ণাটক রাজ্যের মন্ত্রী নাগরাজের ‘সর্পনৃত্য’। ছবি: সংগৃহীত
ভারতের কর্ণাটক রাজ্যের মন্ত্রী নাগরাজের ‘সর্পনৃত্য’। ছবি: সংগৃহীত

নাম যদি হয় নাগরাজ, তাঁর নৃত্য কাঙ্ক্ষিত বটে। তিনি মন্ত্রী বা নেতা হোন, তাতে কী। নামের প্রতি সুবিচার করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের মন্ত্রী নাগরাজ (৬৭)। ভোট চাইতে গিয়ে তাঁর ‘সর্পনৃত্য’ তুমুল সাড়া ফেলেছে কর্ণাটক রাজ্যজুড়ে। এ নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

কর্ণাটক রাজ্য সরকারের গৃহায়ণমন্ত্রী এমটিবি নাগরাজ এবার লোকসভা ভোটে দলের প্রার্থী ভিরাপ্পা মইলির হয়ে প্রচার চালাচ্ছেন। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ২৭ কিলোমিটার দূরের হোসকোটি আসনের বিধায়ক নাগরাজ। তবে প্রচারে গেছেন মইলির চিক্কাবাল্লাপুরা আসনে। এ আসনের যেখানেই নাগরাজ যাচ্ছেন, তাঁর আগে আগে যাচ্ছে বাদ্যের দল। নাচ শুরু হলে চলে অন্তত ১০ মিনিট।

তবে নাগরাজের এই নাচ এই প্রথম নয়। এর আগে নানা অনুষ্ঠানে তিনি তাঁর ‘নৃত্য দক্ষতা’ দেখিয়েছেন।

সাপেদের রাজার সম্পদের পরিমাণ কত, তা জানা না গেলেও মন্ত্রী নাগরাজ কিন্তু বেশ ধনী। এনজিও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের হিসাব অনুযায়ী, নাগরাজ হাজার কোটি টাকার সম্পদের মালিক।